Friday , September 13 2024
241466484 1295596937560526 3067911762314419268 n

খাদ্য বান্ধব কর্মসূচির অনুযায়ী ১০ টাকা কেজি হারে চাউল বিতরণ

মোঃ সোহেল রানা চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি

চৌহালী উপজেলার ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের ২১ সেপ্টেম্বর ২০২১ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সময়ে বেতিল বাজারে। চৌহালী উপজেলার ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের গরীব দুখী ও দুস্থ্য মানুষের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতারণ করেন। ডিলার,শাহাদাৎ হোসেন তালুকদার ও তাওহিদুল ইসলামের মাধ্যমে ১৩১৩ জনকে ১০ টাকা কেজি হারে ৩৯ হাজার ৩৯০ কেজি চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান ও ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নের নেতাকর্মী সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময়ে উপস্থিত। সাধারণ গরীব দুখী মানুষ এই মহামারি করোনাকালিন সময় ১০ টাকা কেজি চাউল পেয়ে বলেন। এই মহামারি করোনা আসার পর থেকে আমরা ঠিকমত কোন কর্ম করতে পারছি না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত সরকারের দেওয়া ১০ টাকা কেজি চাউল পেয়ে আমরা খুব আনন্দিত।