Monday , June 17 2024
received 1226741801083190

বেলকুচি ও বড়ধুল ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

সোহেল রানা চৌহালী

(সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে ২টি ইউনিয়নে
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নদী ভাঙ্গান ক্ষতিগ্রস্থ গরিব দুঃস্থ ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।সিরাজগঞ্জ-৫ বেলকুচি – চৌহালীর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে, শুক্রবার বিকালে ১ নং সদর বেলকুচি ইউনিয়নে ৫০০ টি ও ৬নং বড়ধুল ইউনিয়নে ৫০০ টি পরিবারের মাঝে চাল,ডাল,তেল, ময়দা, সাবান ও শুকনো খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ বেলকুচি – চৌহালীর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল (এমপি)।এসময় আরো উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ,
বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার,বেলকুচি
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুল হামিদ আকন্দ,সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ এ সময়ে উপস্থিত ছিলেন।