Friday , October 18 2024
242418575 1046771912725468 2336890541320545066 n

গজারিয়ায় তিন ফসলি জমিতে বালু ভরাট, প্রতিবাদে মানববন্ধন।

জারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় তিন ফসলি জমিতে জোরপূর্বক ভাবে বালু ভরাট করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে জমির মালিক আখতারুজ্জামান জানান, উমেদার কান্দি মৌজা বসুন্ধরা গ্রুপের বালু ভরাট প্রকল্পে একই গ্রামের শফিউল্লাহ প্রধানের ছেলে শাওন ও ভবের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট মালিকানা সম্পত্তিতে জোরপূর্বক ভাবে বালুভরাট করে যাচ্ছে। অবৈধ বালু ভরাট বন্ধ রাখার প্রসঙ্গে ভুক্তভোগী কৃষক, জমির মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ,উপজেলা পরিষদ এবং গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন জমা দিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান, গত সোমবার ভবেরচর ইউনিয়ন আনারপুরা গ্রামের জমির মালিক উপজেলা চেয়ারম্যান বরাবর একটি দরখাস্ত জমা দিয়েছেন। জোরপূর্বক ভাবে বসুন্ধরা গ্রুপ কোম্পানির বালুভরাট প্রকল্পে আনারপুরা গ্রামের শফিউল্লাহ মেম্বারের ছেলে শাওন এবং ভবের চর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলমের নেতৃত্বে বালুরভরাটের অভিযোগ গ্রামবাসী অবগত করেছেন ।বিষয়টি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিকভাবে গ্রামবাসীর আবেদন যথাযথ দপ্তরে জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম বলেন, বসুন্ধরা কোম্পানির সাথে আমাদের বালু ভরাটের ডিট মোতাবেক বালু ভরাটের কাজ চলতেছে। জমি ক্রয় বিক্রয়ের সাথে আমি অবগত নই। এই বিষয় সফিউল্লাহ মেম্বার জানান,কোম্পানির ক্রয়কৃত জমির মধ্যেই বালু ভরাটের কাজ চলছে, অন্যের জমিতে নয়।