Saturday , November 2 2024
received 232520812148072

ঝিনাইদহে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণালংকারসহ আটক ১ জন

রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহে পাচারের সময় প্রায় অর্ধ কোটি টাকা মুল্যের স্বর্ণালংকারসহ রফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ -চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার সরকারী ভেটেরিনারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।সে চাঁদপুর জেলার হাজিগঞ্জ গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরকারী ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ।সেসময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসে তল্লাসী করে রফিকুল ইসলামকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ১ কেজি ৪শ’ ২৫ গ্রাম স্বর্ণ।

এই স্বর্ণালঙ্কার চুয়াডাঙ্গা জেলার বারোবাজার এলাকা থেকে ঢাকার ধোলাইখাল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।ডিবি ওসি আরো জানান,১ কেজি ৪শ’ ২৫ গ্রাম এই স্বর্ণালংকারের মধ্যে কিছু পাথরও রয়েছে।সেই সাথে ১৮ ও ২২ ক্যারেটের স্বর্ণ রয়েছে।

Check Also

242679576 1125902241150937 8029633809193973496 n

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত-আহত ৬

রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের সামনে মরিয়ম খাতুন (৪) …