মোঃ সোহেলরানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
আজ ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।
তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিন।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে এনায়েতপুর থানা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ জন্মদিনের কার্যক্রম শুরু করা হয়।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১২ টা ৩০ মিনিটে এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যলয় চত্বরেঅ কেক কাটা হয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এসময়, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ডঃ আব্দুল হাই সরকার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক ও সদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি হাতেম আলী মাস্টার, সহসভাপতি ডাঃ মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আনসার আলী বুদ্দু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।