Saturday , November 2 2024
246450930 424474239109610 4199571386748298638 n e1634523512494

বেতিল চরে পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

মোঃ সোহেল রানা চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি

চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিলচরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেতিলচর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায় বেতিলচর গ্রামের আমিরুল ইসলামের ছেলে নাঈম (৮) দুপুর ১২ টায় বাড়ির বাহিরে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো।
একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়।পরে নাঈমকে না দেখে নাঈমের মা, নানি পরিবারের সবাই খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে নাঈমের লাশ ভেসে উঠলে স্হানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে যান, ডাক্তার শিশুটিকে দেখে মৃত্যু ঘোষণা করেন।

আমিরুল ইসলামের তিন ছেলে ছোট দুই ছেলে জমজ ও নাঈম ছিল তার বড় ছেলে পরিবারের সাথে কথা বলে জানা যায় নাঈম প্রতিবন্ধী ছিলো।