Friday , July 26 2024
242713786 887976205438421 5406015280747996557 n

পিস্তলে কাজ হয়নি, ধমকেও হবে না

শ্রী প্রশান্ত কুমার সুএ ধর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অনেকেই ধমকের সুরে আমাকে বলে কথা বন্ধ রাখতে। যারা এসব কথা বলেন তারা তো ঢাকায় বসবাস করেন। দিনের বেলা নারায়ণগঞ্জে ব্যবসা বাণিজ্য আর চাঁদাবাজি করে রাতে ঢাকায় গিয়ে থাকেন। আমি তো ঢাকায় বসবাস করিনা। আমার চৌদ্দ পুরুষ নারায়ণগঞ্জে থাকেন। আমাকে ধমক দিয়ে কাজ হবেনা। কারণ আপনাদের পিস্তলেই তো ভয় পাইনি। দুই বছর আগে তো পিস্তল উঁচিয়ে গুলি করতে এসেছিলো, ভাগ্য ভালো গুলি লাগে নাই, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে।শনিবার (২ অক্টোবর) বিকেলে বন্দরে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র আইভী।এর আগে ৩০ সেপ্টেম্বর হিন্দু নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভায় সেলিম ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি কাউকে নমিনেশন দেয়, আমি যেই দলই করি না কেন তাকে আমার সমর্থন করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি ভুল করে এটাও আমাদের মেনে নিতে হবে। এই বছর নির্বাচনে সিটি করপোরেশনের মেয়র যে হবে তিনি আমাদের গার্ডিয়ান হবেন। তিনি যদি ভালো হয়ে যান সেই মহিলার মত, যে নাকি কুকুরকে পানি খাওয়াইসিলো। তাহলে মাফ কেন পাওয়া যাবে না? মানুষতো ভুল করলে শুধরাতে পারে। শুধরাতে পারার জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী তাকে নমিনেশন দেন তাহলে কি করার থাকবে আমাদের? কিছু করার নেই। নৌকা ছাড়া তো উপায় নাই।জাতীয় পার্টির সাংসদের সমালোচনা করে মেয়র বলেন, আপনি অন্য দল করেন, আওয়ামী লীগ নিয়ে আপনার এত মাথাব্যাথা কেন? আপনি কেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে কথা বলেন? আপনি তো দলছুট মানুষ। আপনি তো আওয়ামী লীগ করেন না। বড় বড় কথা বলবেন না।সেলিম ওসমানের বক্তব্যকে ইঙ্গিত করে মেয়র আইভী বলেন, হুশ করে কথা বলবেন। আমি কোন অন্যায় কাজ তো করিনি যে মাফ চাইবো। ক্ষমা চাইবেন আপনারা। ক্ষমা চাওয়ার কথা বলবেন আপনার ভাই ব্রাদারকে যারা ত্বকীকে হত্যা করেছে। তাদের ক্ষমা চাইতে বলেন। আমাকে ক্ষমা চাইতে বলেন কোন দুঃসাহসে? দুঃসাহস বেশী দেখাবেন না মিস্টার ওসমান। কখনও কিছু বলি নাই আপনাকে। বলার যখন সময় আসবে তখন পালাতেও পারবেন না। ৪০ বছর ধরে এই নারায়ণগঞ্জকে লুটপাট করে খাচ্ছেন। মানুষ মারছেন, হত্যা করছেন, যা মন চায় তাই বলেন, মাথা দেখা যাবে শুধু, মানুষকে পিষে মারতে চান, নারায়ণগঞ্জ শহরের মানুষ আপনার কথা বলা বন্ধ করে দিবে। কার সাথে লড়তে আসেন কথা বুঝে বলবেন। বাজে কথা বলবেন না। আপনার যাকে যা খুশি বলবেন না।আইভী বলেন, যখন যা খুশি তাই বলবেন না। মায়ের জাতকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনার ৩টা মেয়ে আছে, আপনি যেই উদাহরণ দিয়েছেন আল্লাহ না করুক আপনার মেয়েদের কপালে যেন না পরে। সেই ব্যাপারে আপনি সাবধান থাকবেন। যাকে যা খুশি বলবেন না। এই শহরের মানুষ আমাকে জানে।

Check Also

243653336 3028988057375797 5836296990610802236 n

দৌলতদিয়া নৌরুটে টানেল নির্মাণের কথা ভাবছে সরকার’

শ্রী প্রশান্ত কুমার সুএ ধর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নদীর নাব্যতা ধরে রাখতে সরকার দৌলতদিয়া-পাটুরিয়ায় ব্রিজ …