Wednesday , December 11 2024
241468383 1703604269833975 6747850698723804343 n

ধ্রুবতারা সামাজিক উন্নয়ন ক্লাবের উদ্বোধন

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি

গ্রামের হতদরিদ্র-ছিন্নমূল মানুষের শিক্ষা, খাদ্য-বস্ত্র-চিকিৎসা, পরিবেশ-বনায়ন-নদীর সুরক্ষাসহ স্বেচ্ছায় সামাজিক উন্নয়ন কর্মকান্ড জোরদারের লক্ষ্যে জামালপুরের মেলান্দহের মেঘারবাড়ি গ্রামের ছাত্র-যুবকরা গড়ে তোলেছেন ধ্রুবতারা সামাজিক উন্নয়ন ক্লাব।

১৭ সেপ্টেম্বর আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য আবু তাহের ঠিকাদার, নয়ানগর ইউপি চেয়ারম্যান শফিউল আলম শাহাব উদ্দদিন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, মেলাান্দ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইত্ততেফাকে সসংবাদ দাতা শাহ্ জামাল, স্বাস্থ কর্মী হাবিবুর রহমান, সমাজসেেবক আলী আহমেদ, নয়ানগর তাতী লীগের সহসভাপতি আঃ হাকিম, ক্লাবের সাধারণ সম্পাদক জলহক নয়ন, সহসভাপতি হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক ইফরান আল হাবিব প্রমুখ

Check Also

243008446 212363774160340 3381678306654228520 n

মেলান্দহ বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার জন্মদিন পালিত

মোঃ ছামিউল ইসলাম জামালপুর প্রতিনিধি জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে …