Sunday , December 8 2024
242207740 260169699299234 4495082212188662915 n

নৌকার জয় হবে জিয়া আলী মোবারক কল্লোল

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি

হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পথ সভায়
৯নং বুড়িরচর ইউনিয়নে জিয়া আলী মোবারক কল্লোল বলেন, কোন অপ শক্তিই নৌকাকে পরাজিত করতে পারবেনা। তিনি বলেন নৌকা মার্কা গতবার যেমন জয়লাভ করেছিলো ঠিক তেমনি ২০২১ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও জয়লাভ করবে। জনগন কোন প্রকার অপশক্তিকে ভয় করেনা।
জনগনের প্রত‍্যেক্ষ ভোটেই জয় হবে ইনসাআল্লাহ্।

বুড়িরচর রেহানিয়া ৪নং ওয়ার্ডের এক পথ সভায়
এমন কথা বলেন তিনি।

গতবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী বি এন পি প্রার্থী আলহাজ্ব মোঃ নাসির উদ্দিনকে পরিজিত করে জয়লাভ করেন তিনি।

বুড়িচর ইউনিয়নের নৌকা প্রার্থী আলহাজ্ব জিয়া আলী মোবারক কল্লোল এর সাথে একান্ত
আলাপ করলে তিনি বলেন, গত পাঁচবছর বুড়িরচর
ইউনিয়ন ছিলো শান্ত। আমি কোন প্রকার রাজনৈতিক
হট্রোগোল করতে দেই নি। তাছাড়াও সারাদেশের ন‍্যায়
বুড়িরচর ইউনিয়নে আমি অনেক উন্নয়ন মূলক কাজ
করেছি,যার ফলাফল এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে
জনগন অবশ্যই দিবেন বলে আমার বিশ্বাস।

তিনি জনগনকে উদ্দেশ্যে করে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার বিষয়ে জোর দাবী জানান।

বুড়িরচর ইউনায়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী তিন প্রার্থী লড়াইয়ের ময়দানে অবস্থান করছে।
জিয়া আলী মোবারক কল্লোল, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। মোঃ ফখরুল ইসলাম,আনারস মার্কার প্রতীক নিয়ে,ও মোঃ আনসারুল আমীন মিঠু
হুন্ডা মার্কা নিয়ে রয়েছেন লড়াইয়ের ময়দানে।

Check Also

244906860 4697196250312208 1592000367425034045 n

ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুক লাইভে বিরুদ্ধাচারণ করে আপত্তিকর …