Thursday , December 12 2024
244366017 1213637142478221 2864967751716259774 n

ধুনটের পুকুর থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

বগুড়া প্রতিনিধি

বগুড়া ধুনট উপজেলায় পুকুর থেকে মুনছুর আলী (৭০) নামে ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
ধুনট পৌরসভার অফিসারপাড়ায় আজ শনিবার সকাল ৯ টার দিকে পুকুর থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত মুনছুর আলী ধুনট উপজেলা নলডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মালের ছেলে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, মনছুর আলী জীবিকা নির্বাহ করতো ভিক্ষাবৃত্তির উপর। বুধবার সে ভিক্ষা করতে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিলো । কিন্তু নিখোঁজের বিষয় আগে কেউ অবগত করেনি। আজ শনিবার পৌর এলাকা থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্তের রির্পোট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।