Wednesday , October 9 2024
241525439 391199529187023 8233372820189463350 n

মাসদাইরে মদ সহ ২ যুবক গ্রেপ্তার

শ্রী প্রশান্ত কুমার সুএ ধর
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

ফতুল্লায় বিদেশী মদ সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার মাসদাইর বাজার এলাকার মৃত ইব্রাহিমের ছেলে ইয়াসিন আরাফাত (২৩) ও একই এলাকার মোঃ মাহফুজের ছেলে রাজু আহম্মেদ (২৩)।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাদেরকে মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারি দোকানের সামনের রাস্তা থেকে গ্রেপ্তারের সময়ে ৯ বোতল বিদেশের তৈরি মদ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দশটায় রিক্সা যোগে জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারির সামনের রাস্তা দিয়ে মাসদাইর যাওয়ার পথে ফতুল্লা থানার উপ-পরিদর্শক ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে রিক্সারোহী দুই যুবক ইয়াসীর আরাফাত ও রাজু আহম্মেদ কে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে আটক করে। পুলিশ তাদের নিকট থেকে নয় বোতল বিদেশী মদ উদ্ধার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান।

Check Also

242713786 887976205438421 5406015280747996557 n

পিস্তলে কাজ হয়নি, ধমকেও হবে না

শ্রী প্রশান্ত কুমার সুএ ধর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী …