পাকিস্তানের করাচিতে একটি কেমিক্যাল কারখানায় আগুনে ১৬ জন নিহত হয়েছে। শুক্রবার করাচির মেহরান টাওয়ারে এ অগ্নিকাণ্ড হয়।
জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল সেন্টার (জেপিএমসি) অতিরিক্ত পুলিশ সার্জন ড. সুমাইয়া সায়েদ জানিয়েছেন, ১৬টি লাশ এ হাসপাতালে আনা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
কোরানজি এসএসপি শাহ জেহান পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানান, পুলিশ জানতে পেরেছে আরো ২৫ ব্যক্তি ভবনটিতে আটকে পড়েছে। এবং ধারণা করা হচ্ছে তারাও মারা গেছেন।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুন থেকে বাঁচতে গিয়ে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।
সূত্র : ডন
 dainikalorpotrika.com Latest Jobs News in Bangladesh.
dainikalorpotrika.com Latest Jobs News in Bangladesh.
				 
		 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					