Saturday , April 26 2025
242855962 5107441142616782 3776283580361006964 n

হাতিয়ায় বজ্রপাতে ১ জনের মৃত্যু, আহত ৩

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে মেঘনায় মাছ ধরার সময় বজ্রপাতে মো. রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় পাশে থাকা আরও ৩ জেলে আহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তমরদ্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত রিয়াজ উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আঠারোবেকী গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন জেলে। স্থানীয়রা জানান, রিয়াজ ও তার ৪ ভাই পাশের মেঘনা নদীতে একটি নৌকায় করে বড়শি দিয়ে মাছ ধরতে যান। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হঠাৎ বজ্রপাতে রিয়াজসহ সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জেলে রিয়াজ উদ্দিনের মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Check Also

244743319 1752528034935371 8203322829069629326 n

হাতিয়ায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড।

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ …