Thursday , March 20 2025
244751564 261735152531956 3644124013833317951 n

হাতিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা ।

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ৮ নং সোনাদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান কে ফুলেল শুভেচ্ছা জানান মানিক বাজার বণিক সমিতি সভাপতি মো: আলা উদ্দিন, ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল উদ্দিন কোষাধক মো: সাফায়েত উল্লাহ মনির

এ সময় আরো উপস্থিত ছিলেন বণিক সমিতির সদস্যবৃন্দ মেম্বার নিজাম মোল্লাহ সহ আরো অনেকেই।
চেয়ারম্যান মেহেদী হাসান বলেন,বণিক সমিতি বলতে আমরা সাধারণত বুঝি
কোন নির্দিষ্ট অঞ্চলের, এলাকার বা দেশের ব্যবসায়ী নিজেদের স্বার্থ রক্ষা ও ব্যাবসায়িক উন্নয়নের জন্য একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টায় ও পরিচালনায় যে সংগঠন প্রতিষ্ঠা করে তাকে বণিক সমিতি বলে। তারই সাথে মানিক বাজার একটি বণিক সমিতি গঠন করা হয়েছে
“পিছিয়ে পড়া সোনাদিয়া ইউনিয়ন কে এগিয়ে নিতে মানিক বাজার বণিক সমিতি সহযোগিতার প্রয়োজন। সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য মানিক বাজার বণিক সমিতির সদস্যদের জোরালো ভূমিকা রাখতে হবে”।

Check Also

244743319 1752528034935371 8203322829069629326 n

হাতিয়ায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড।

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ …