Sunday , September 29 2024
244743319 1752528034935371 8203322829069629326 n

হাতিয়ায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড।

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭.০৫ মিনিটে উপজেলার ওছখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কানাই ষ্টোর অথৈই এন্টার প্রাইজ থেকে সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

এ সময় অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৫ এর ২(খ) মোতাবেক সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।

তাং ০৭/১০/২১ ইং

Check Also

244906860 4697196250312208 1592000367425034045 n

ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুক লাইভে বিরুদ্ধাচারণ করে আপত্তিকর …