Thursday , September 28 2023
3

স্বামীকে নিয়ে এফডিসিতে শুটিংয়ে মাহি

বঞ্চিত, নির্যাতিত নারীদের নিয়ে একটি সংস্থা গড়েছে বুবুজান। আশ্রয় নামের সেই সংস্থায় একদিন হানা দেয় এলাকার গুন্ডারা। সেদিনের হামলায় বুবুজানের গায়ে গুলি লাগে। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে নামানো হয় বুবুজানের (মাহি) অচেতন দেহ।

শুটিং। বিয়ের চার দিনের মাথায় স্বামীকে নিয়ে সেখানে শুটিংয়ে অংশ নিতে হাজির হন মাহিয়া মাহি। ‘বুবুজান’ ছবির বুবুজান তিনি। বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় চারটি দৃশ্যের শুটিং হয় এদিন। মাহির শুটিং সেটে এ সময় উপস্থিত ছিলেন তাঁর সদ্য বিবাহিত স্বামী কামরুজ্জামান সরকার রাকিব। বিয়ের আগেও অবশ্য শুটিংয়ে আসতেন তিনি। তখন আসতেন বন্ধু হিসেবে। বন্ধু যখন স্বামী! তাঁর সামনে শুটিংয়ে চাপ বোধ করছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘না না। সে তো বন্ধু হিসেবে আগেও আমার শুটিংয়ে এসেছে। এখন স্বামী হলেও বন্ধুর মতোই। বিয়ের পর আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হচ্ছে। আর আপনজনের সামনে শুটিংয়ে চাপ থাকবে কেন।’
১২ সেপ্টেম্বর পুবাইলে ‘বুবুজান’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহিয়া মাহি। সেখান থেকে ফিরে ১৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকারকে বিয়ে করেন তিনি। বিয়ের চার দিনের মাথায় গতকাল যোগ দিলেন বিএফডিসিতে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের প্রশাসনিক ভবনের নিচতলায় ফেলা হয় একটি হাসপাতালের সেট। জীবনের নতুন অধ্যায় শুরু করার পর প্রথম শুটিং। কেমন লাগছে? হাসতে হাসতে মাহি বলেন, ‘নতুন জীবন, কিন্তু শুটিং করার অভিজ্ঞতা তো নতুন নয়। তাই নতুন কোনো অনুভূতি হচ্ছে না। শুটিংয়ে আমি সব সময় যেমন মাহি, তেমনই মনে হচ্ছে নিজের কাছে।’
‘বুবুজান’ ছবিতে আরও অভিনয় করছেন শান্ত খান, জয়রাজ, রেবেকা, সানু প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ। ২০ সেপ্টেম্বর থেকে ‘নরসুন্দরী’ নামে একই পরিচালকের নতুন আরেকটি ছবির শুটিংয়ে অংশ নেবেন মাহিয়া মাহি। ঢাকা, চাঁদপুর, গাজীপুর ও কিশোরগঞ্জে শুটিং হবে ছবিটির। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। এ ছাড়া মাহিয়া মাহি শুটিং করছেন শাহীন সুমনের ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজে।

Check Also

কাবুল বিমানবন্দরে হামলার পর লোকজনকে সরিয়ে নেয়ার কাজ শুরু

কাবুল বিমানবন্দরে হামলার পর লোকজনকে সরিয়ে নেয়ার কাজ শুরু

কাবুল বিমানবন্দরে জোড়া হামলার কয়েক ঘণ্টা পর সেখান থেকে বিদেশী নাগরিকসহ আফগানদের উদ্ধার করে নেয়ার …