Monday , November 4 2024
241547511 363800468738528 6265380852818191491 n

সোনারগাঁওয়ে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্রী প্রশান্ত কুমার সুএ ধর
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর হাইওয়ে থানা এলাকায় অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। বুধবার
এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান। তাকে সহযোগিতা করেন হাইওয়ে থানার সোনারগাঁও এলকায় কর্মরত টিআই ও অন্যান্য পুলিশ সদস্যগন।
এ সময় নারায়ণগঞ্জ জেলাপুলিশের সদস্যবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ মোগড়াপাড়া, সোনারগাঁও মোড় ও পিরোজপুরপুর এলাকার অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করেন।
এ সময় ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ইতিপুর্বে ভুলতা, গাউছিয়া ও কাচঁপুর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জন
স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ওসি বলেন, একশ্রেণির মধ্যেসত্বভোগী লোকজন মহাসড়কের আশপাশে এবং সড়কের উপর অবৈধ ঘর, দালান তুলে তা নিজেরা ব্যাবহার করছে এবং ভাড়া দিয়ে মোটা অংকের টাকা কামিয়ে নিচ্ছে।
এ ধরনের গর্হিত কাজ কাচঁপুর হাইওয়ে থানা করতে দিবে না। তিনি আরও বলেন, কোন প্রভাবশালীদের বাধা না মেনে পুলিশ তাদের দায়িত্ব পালন করে যাবে।
ওসি মনিরুজ্জামান আরও বলেন, হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা কাচঁপুর থানার এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন।

Check Also

242713786 887976205438421 5406015280747996557 n

পিস্তলে কাজ হয়নি, ধমকেও হবে না

শ্রী প্রশান্ত কুমার সুএ ধর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী …