Friday , March 21 2025
244995097 602707950870333 8053472962608585283 n

সোনাদিয়া বাসী মোহাম্মদ: রাছেল উদ্দিন কে যুবলীগের এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চাই:

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি

মোহাম্মদ: রাছেল উদ্দিন সকলের কাছে দোয়া চেয়েছেন।তিনি বলেছেন আমি শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করি। জননেতা মোহাম্মদ আলী সাহেবকে ভালোবাসি তিনি আর বলেছেন যত দিন বাঁচবো বঙ্গবন্ধুর আদর্শের রাজননৈতিক করে বাঁচবো। জননেতা জনাব মোহাম্মদ আলী সাহেবের আস্থাভাজন ও জনাবা আয়েশা ফেরদৌস এমপির স্নেহভাজন তরুণ প্রজন্মের অহংকার
মানিক বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল উদ্দিন
৮নং সোনাদিয়া ইউনিয়ন যুবলীগের
সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থী তিনি সকলের কাছে দোয়া চাই।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের প্রথম যুব সংগঠন যা ১৯৭২ সালের ১১ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। সংক্ষেপে যুবলীগ নামে সংগঠনটি বহুল প্রচলিত। … ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে মাঈনুল হোসেন খান নিখিল নির্বাচিত হন।কংগ্রেস ও সাল, সভাপতি (চেয়ারম্যান), সাধারণ সম্পাদক. প্রথম কংগ্রেস (১৯৭৪), শেখ ফজলুল হক …
প্রথম কংগ্রেস (১৯৭৪): শেখ ফজলুল হক মনি
সপ্তম কংগ্রেস (২০১৯): শেখ ফজলে শামস পরশ
পঞ্চম কংগ্রেস (২০০৩): এডভোকেট জাহাঙ্গীর কবির নানক (২০০৩-২০০৯) মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী …
দ্বিতীয় কংগ্রেস (১৯৭৮): আমির হোসেন আমু

Check Also

244743319 1752528034935371 8203322829069629326 n

হাতিয়ায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড।

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ …