জামালপুর প্রতিনিধি
চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে “সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা কর্মসূচী পালিত হয়েছে। আজ মঙ্গলবার(১৯ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে শুরু করে আরামনগর বাজার প্রদক্ষিণ করে সরিষাবাড়ী পৌরসভায় এসে সমাবেশে মিলিত হন।
সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন- সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা,সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু,জাতীয় শ্রমিকলীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শরীফ আহমেদ নিরব প্রমুখ ।
বাংলাদেশ আওয়ামীলীগের সকল নেতা-কর্মীকে দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে “সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা কর্মসূচী পালন করেছে।
এ দিকে পিংনা ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে “সম্প্রীতি সমাবেশ ও বিশাল শোভাযাত্রা কর্মসূচী পালন করেছে।উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ওয়াকার হাসান বাবন,পিংনা ইউনিয়ন তাতীলীগের সভাপতি আক্তারুজ্জামান,পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন,যুবলীগ কর্মী জুবেল,জুয়েল, নুরুল ইসলাম,নুরুল ইসলাম নুরু, সজনু প্রমুখ শোভাযাত্রার নেতৃত্ব দেন।