Monday , September 16 2024
242636337 397687028420021 407163280022965915 n

সদিয়া ইউপিতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরন

মোঃসোহেল রানা চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি

বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শুকনো খাবার দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউপি চত্বরে চেয়ারম্যান রাশেদুল ইসলাম ৮০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, চিনি সহ শুকনো খাবার তুলে দেন। এসময় জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (ট্যাগ অফিসার) সুদীপ কুমার সরকার, ইউপি সচিব মনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য জেলহাজ আলী ও শাহ আলম বেপারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

242646784 344397860707638 3804539967218357732 n

সোহেল রানা
এনায়েতপুর সিরাজগঞ্জ
০১৯১৮৫৫৯৪৮৪