বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। পূজার সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন যশোরের প্রতিমাশিল্পীরা।
যশোর সদর উপজেলার ফরিদপুর পূজা মন্ডপে
খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে দুর্গাসহ নানা প্রতিমার কাঠামো তৈরী শেষে এখন চলছে প্রতিমায় রং দেয়ার কাজ। শিল্পী নিপুণ হাতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশসহ নানা প্রতিমা।
ফরিদপুর পূজা মন্ডপের প্রতিমাশিল্পী তপন মন্ডল
জানান, একদম সময় নেই। মাত্র কয়েক দিন বাকি। প্রয়োজনীয় কাজ শেষ করতে দিনে-রাতে সমানভাবে কাজ করতে হচ্ছে। প্রতিমা প্রায় রেডি। রঙতুলির কাজ চলছে। আগামী দুইদিনের ভিতরে সব কাজ শেষ হয়ে যাবে।
ফরিদপুর গ্রামের অমল সরকার বলেন,
পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর করতে পূজামণ্ডপগুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সরকারি ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করা হবে।
এবছর দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে যাবেন দোলায় চড়ে। দেবীর আগমনে বিশ্ব হবে শান্তিময়, অশুভ শক্তিকে বিনাশ করে উদয় হবে শুভ শক্তির এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মালম্বীদের।