Saturday , November 2 2024
244611495 1886167294896168 8815873608361535327 n

মেহেদী হাসান চেয়ারম্যানকে আলোর মশালের ফুলের শুভেচ্ছা :

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি

হাতিয়া উপজেলার ৮ নং সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেহেদী হাসান ভাইকে ফুলেল শুভেচ্ছা জানান আলোর মশালের সভাপতি গিয়াসউদ্দিন সোহেল ও সাধারণ সম্পাদক সোহেল রানা।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাজিব উদ্দিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন সহক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম,সদস্য সাইফুল ইসলাম,রবিন আরো অনেকেই।

নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘পিছিয়ে পড়া সোনাদিয়া ইউনিয়নকে এগিয়ে নিতে আলোর মশাল সংগঠনের সহযোগিতার প্রয়োজন। সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য আলোর মশালের সদস্যদের ভূমিকা রাখতে হবে।’

Check Also

244906860 4697196250312208 1592000367425034045 n

ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুক লাইভে বিরুদ্ধাচারণ করে আপত্তিকর …