মোহাম্মদ হাসান আলী টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আজ রবিবার ১৭ ই অক্টোবর ২০২১, বেলা ১২ থেকে ১টা পর্যন্ত স্বাস্থবিধি মেনে শান্তিপূর্ণ ভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড.এ আর এম সোলাইমান ও গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর ড. মুনাজ আহম্মেদ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেমএবং পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করেন, এর আগে সকাল ১০ টার সময় কেন্দ্র প্রধানদের নিকট পরীক্ষার প্রশ্ন পত্র, ও এম আর সহ প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেন।
উল্লেখ্য ‘ এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসক্যাম্পাসের ৭ কেন্দ্রে ৮৫১৩ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন। ‘ বি ‘ ইউনিটের পরীক্ষা আগামী ২৪ শে অক্টোবর এবং ‘ সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ লা নভেম্বর অনুষ্ঠিত হবে