Thursday , September 19 2024
image 468371 1632401963

ভারতে আরও ২ হাজার ৫২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরও ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এই অনুমোদন দিয়েছে।

ভারতে এই ২ হাজার ৫২০ টন ইলিশ রপ্তানি করবে ৬৩টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রত্যেক প্রতিষ্ঠান ৪০ টন করে এই ইলিশ রপ্তানি করবে। কোনো প্রতিষ্ঠান অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করতে পারবে না।

এর আগে গত ২০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০৮০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ৫০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে প্রথম চালানের ইলিশ গতকাল (২১ সেপ্টেম্বর) ভারতে পৌঁছেছে।

Check Also

পাকিস্তানে কেমিক্যাল কারখানায় আগুন : নিহত ১৬

পাকিস্তানে কেমিক্যাল কারখানায় আগুন : নিহত ১৬

পাকিস্তানের করাচিতে একটি কেমিক্যাল কারখানায় আগুনে ১৬ জন নিহত হয়েছে। শুক্রবার করাচির মেহরান টাওয়ারে এ …