Friday , September 13 2024
243153639 4294922437296192 8959399540539956485 n

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ টি বৃক্ষরোপণ করেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ

রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ র‍্যালী, ৭৫ টি গাছের চারা রোপণ এবং ডাকবাংলা মসজিদে দোয়া মাহফিল করা হয়।

২৮ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টার সময় সরকারি মাহতাব উদ্দিন কলেজ থেকে আনন্দ র‍্যালী শুরু হয়। দুপুর ১২ টার সময় সরকারি মাহতাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে ৭৫ টি গাছের চারা রোপণ করা হয়, এবং দুপুর ২ টার সময় ডাকবাংলা মসজিদে দোয়ামাহফিল করা হয়।

সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব শিবলী নোমানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল হাসান নাজিম, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন সাংঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল এবং রিয়াজ মোল্লা।

আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্যতম সংগঠক ইমরান হোসেন, জলিল, আশরাফুল, বিপ্লব, সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রলীগের অন্যতম সংগঠক মোঃ জয়, আসিফ, পিয়াল, জনি সহ কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পৌর-ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

242397081 872800903622838 6375399286821435151 n

ঝিনাইদহের কালিগঞ্জে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ

রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি কাজকর্মের চাপে যখন পিষ্ট হয়ে যাচ্ছেন, ঠিক তখনই মনোরম পরিবেশের কোনো …