রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খোলার অপরাধে আনারুল ইসলাম (১৯) ও মেহেদী হাসান (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের ওসমান আলীর ছেলে আনারুল ইসলাম ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মেহিদী হাসান।
বেশ কিছুদিন ধরে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খুলে ব্যবহার করছিল একটি প্রতারক চক্র। তাদের ওই পেইজের সদস্য সংখ্যা ৩১ হাজার। তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুলিশের নিয়োগসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল।
খোঁজ নিয়ে কালীগঞ্জের বারোবাজার এলাকায় তাদের অবস্থান সনাক্ত করা হয়। তারা প্রত্যেকে ৪/৫টি করে ভুয়া ফেইসবুক আইডি ও ৪/৫ টি করে ই-মেইল আইডি চালায়।
oder k kothin sasti deoa hok
ডিবি পুলিশ অনেক ভালো কাজ করতেছে।
এই পএিকায় সব কিছু অনেক সুন্দর করে তুলেধরা হয়েছে।
Ai Rakom Onek buya police akhono Deshe ache .Tader Dore sasti dewa hok