Sunday , September 29 2024
received 273074674719950

নোয়াখালী সুবর্ণচরে বিয়ের ২ মাসের মাথায় সন্তান জন্ম দিলেন নববধূ,অতঃপর

হানিফ সাকিব স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের মাত্র ২ মাসের মাথায় এক নববধূ সন্তান প্রসব করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা। সন্তান জন্ম দেওয়া নববধূ উপজেলার চরলক্ষী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গত রোববার (১৭অক্টোবর) বিকেলে এ সময়ে মধ্যে সন্তান প্রসব নিয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর (১৭) সাথে এক বছর আগে মো.রাসেল (২০) নামে যুবকের সাথে মুঠোফোনে পরিচয় হয়। সে উপজেলার চরলক্ষী গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে অভিযুক্ত মো.রাসেল ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভিকটিম প্রস্তাবে রাজি না হলে সে তাকে বিয়ে প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।

সর্বশেষ গত ৫ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে রুবেল ভিকটিমের সাথে কথা আছে বলে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভিকটিম রাজি না হলে ভিকটিমকে তার শয়ন কক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিমকে ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ভিকটিম প্রথমে গোপন করে রাখে। পরবর্তীতে গত ২-৩ মাস পূর্বে ভিকটিমের অন্যত্র বিয়ে হয়। আসামি কর্তৃক পূর্বে ভিকটিমকে ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় গত ১৫ অক্টোবর সন্ধ্যা অনুমান ৭টার দিকে ভিকটিম সন্তান প্রসব করে।

চরজব্বর থানার ওসি মো.জিয়াউল হক বলেন, এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Check Also

244743319 1752528034935371 8203322829069629326 n

হাতিয়ায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড।

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ …