হানিফ সাকিব
নোয়াখালী জেলা প্রতিনিধি
আজ নোয়াখালী সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন সময় ফুটপাতের ওপর দোকান গুলো উচ্ছেদ করা হয়। এ সময় অনেক কে জরিমানা করা হয়।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) নোয়াখালীর সদরের গোদার মসজিদের পাশে ছাগলমারা খালের ৩/ ৫ ফুট ভিতরে সড়ক বিভাগের নির্মিত গাইড ওয়াল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।
সদরের পৌর বাজার ও টাউন হল এলাকায় দোকানের বাইরে ফুটপাথে সরঞ্জামাদি রেখে অবৈধ ভাবে ফুটপাথ দখলের উপর বিকেল ৪ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জন দোকানদারকে ১১,০০০ টাকা জরিমানা ও তাৎক্ষণিক ফুটপাথ থেকে মালপত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।