হানিফ সাকিব
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীতে এসডিজি অর্জনে স্থানীয় প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা এনআরডিএস এর উদ্যেগে সদর উপজেলা পরিষদ হলরুমে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান।
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমার সভাপতিত্বে সংলাপে আরো অংশ গ্রহন করেন, এনআরডিএসের প্রধান নির্বাহী আব্দুল আউয়াল, বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু ও সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা শ্যামল দত্ত, সাংবাদিক আকবার হোসেন সোহাগ, আবু নাছের মঞ্জু ও জি এম হায়দার চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি বিভিন্ন ইউনিয়নে জনসাধারণকে স্থানীয় সরকারের অধীনে প্রতিষ্ঠান সমূহ থেকে নাগরিক সুবিধা সহ নানান সুবিধা গ্রহনের জন্য আহ্বান জানান এবং কোন সমস্যা বা হয়রানির স্বীকার হলে উপজেলা চেয়ারম্যানকে জানানোর অনুরোধ জানান।