এস চাঙমা সত্যজিৎ
খাগড়াছড়ি প্রতিনিধি
সাংবাদিকের কলম আর পুলিশের বন্দুক,
বঙ্গবন্ধুর সোনার বাংলায় পুলিশে করুক;
লাঠিয়াল পুলিশ বাহিনী মালিকের হুকুম
মীর জাফরের দেশ চালানো নবাবে গোলাম।
দেশে-বিদেশে সুনাম করে প্রচারে প্রশংসায়,
তাদের উপর পুলিশেরা নির্যাতন চালায়;
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম থাকায়
মুক্তি যুদ্ধে গণমাধ্যম গুরুত্ব স্বাধীনতায়।
বর্বর হানাদার বাহিনী অত্যাচার চালালে,
সারা বিশ্বের নির্যাতনের খবর প্রকাশিলে;
পাকিস্তানীরা মানবাধিকার লঙ্গন করিলে
জাতি সংঘ নিরাপত্তা পরিষদে কথাটি তুলে।
ত্রিশ লক্ষ মা-বোনের ইজ্জত লুণ্ঠণ করায়
পরাজিত পাকিস্তানীরা এদেশ থেকে পালায়;
রাজাকার আল-বদর তাদের প্রেতাত্মারায়
গণমাধ্যমকর্মীদের নির্যাতন চালায়???
সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
ফ্রিল্যান্স সাংবাদিক, কবি ও
চাঙমা বর্ণমালা গবেষক।
রচনাকাল : রবিবার
তারিখ : সেপ্টেম্বর ২৬, ২০২১ খ্রি.
বি: দ্র : (সূত্র : নড়াইলে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে)।