Friday , September 13 2024
242445571 223723189808361 7600419196542881130 n

নিখোঁজের চারদিন পর ধানক্ষেতে মিলল নারী ইউপি সদস্যের লাশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় চারদিন ধরে নিখোঁজ থাকা সংরক্ষিত নারী ইউপি সদস্য রেশমা খাতুনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

এর আগে শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহত রেশমা উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী। তবে তার নিখোঁজের বিষয়ে পরিবারের কেউ গত চারদিন থানায় কোনো অভিযোগ করেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন ধনুট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক।

মৃতের স্বামী ফরিদুল ইসলাম জানান”রেশমা গত শনিবার বিকেলে চিকিৎসার জন্য শেরপুর উপজেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। বুধবার বিকেলে তার মরদেহ পাওয়া গেছে”

ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত চলছে।