Sunday , September 29 2024
240753291 436240684460449 815471281614477138 n

নারায়ণগঞ্জে এখন পরিবর্তনের হাওয়া বইছে (খোকন সাহা)

শ্রী প্রশান্ত কুমার সুএ ধর
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোকন সাহা বলেন, আজকে কোন নির্বাচনী জনসভা নয়। আজকের সভা হলো কর্মী সভা। দলকে শক্তিশারী ও চাঙ্গা রাখতে আজকের এ সভা। দলকে চাঙ্গা রাখার জন্য আমার নেতা শামীম ওসমান ১৯ থেকে ২৭টি ওয়ার্ডে কর্মী সভা করার আহবান করেন। তারই নির্দেশে এ সভা।১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বন্দর থানার ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।খোকন সাহা বলেন, মানুষ এখন পরির্বতন চায়। নারায়ণগঞ্জে এখন পরিবর্তনের হাওয়া বইছে। নির্বাচনের সময় আওয়ামীলীগ করবেন নির্বাচন চলে গেলে ভুলে যাবেন তা হয় না। আজকে দলের মধ্যে বিশৃঙ্খলাকারিদের চিহ্নিত করতে হবে। নেত্রীর উন্নয়নের কথা সাধারন জনগনের কাছে বলতে হবে। কথা ভরতে হবে। উন্নয়নের ক্ষেত্রে আমিত্বভাব ছেড়ে দিতে হবে।১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল, নগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর মহিলালীগের নেত্রী ইশরাত জাহান খান স্মৃতি প্রমুখ। কর্মী সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামলিগি নেতা হুমায়ন কবীর মৃধা, বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা সাহাদাত হোসেন, সাব্বির আহাম্মেদ মাসুদ, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Write to অফিস সংক্রান্ত কাজ ( দৈনিক আলোর পত্রিকা)

Check Also

242713786 887976205438421 5406015280747996557 n

পিস্তলে কাজ হয়নি, ধমকেও হবে না

শ্রী প্রশান্ত কুমার সুএ ধর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী …