Tuesday , July 23 2024
240944000 1177885809369830 1917992493638080909 n

নদী ভাংলেই জমি খাস আইনটি বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ

নদী ভাংলেই জমি খাস এই আইনটি বাতিলের দাবিতে মানববন্ধন ১১ সেপ্টম্বর (শনিবার) দুপুরে জামালপুরের ইসলামপুরের যমুনা নদীর তীরবর্তী উলিয়া বাজার অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, নদী ভাংলেই জমি খাস আইন বাতিলের দাবিকৃত সংগ্রাম কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ. খালেক, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল ও ইত্তেফাক – নিউনেশনের সাংবাদক, মানবাধিকার কর্মী শাহ জামাল প্রমুখ।

মোঃ ছামিউল ইসলাম ১১/০৯/২০২১
জামালপুর
০১৭১৩৫৬৪৭২০

Check Also

243008446 212363774160340 3381678306654228520 n

মেলান্দহ বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার জন্মদিন পালিত

মোঃ ছামিউল ইসলাম জামালপুর প্রতিনিধি জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে …