ধুনট প্রতিনিধি
বগুড়ার ধুনটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালনের অংশ হিসেবে র্যালী, আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরন করেছে স্বপ্নসেবা নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকালে র্যালী শেষে ধুনট বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরকত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা। আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি, দুপুরের আহার ও নগদ অর্থ প্রদান করা হয়।
স্বপ্নসেবা সংগঠনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সংগঠনের সদস্য নজরুল ইসলাম, হাফিজুর রহমান, ফরহাদ হোসেন, ইমদাদুল হক হিরো, সজিব আহম্মেদ, আশার আলো, কাউছার আহম্মেদ, আলী আশরাফ, নোমান, এনামুল হক, সুমন, মুনসুর আলমসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।