ধুনট প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ী স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট’২১ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আজ শুক্রবার বিকাল ৪ টার সময়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন, মোসলেম উদ্দিন (লিটন) এ্যাডভোকেট,জজকোর্ট,বগুড়া।
সভাপতিত্বে ছিলেন, জহুরুল ইসলাম,সভাপতি পুলিশিং কমিটি,গেসাইবাড়ী ইউনিয়ন শাখা, প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন, ময়নুল হাসান মুকুল,
চেয়ারম্যান গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ।
সঞ্চালনায় ছিলেন, মিজানুর রহমান সজল।
খেলা পরিচালনায় ছিলেন, হাসান আলী,রায়হান কবির ও স্বাধীন।
ফাইনাল খেলায় বড়বিলা টাইগার্স ক্লাব বনাম মবুয়াখালী স্টুডেন্ট ক্লাস অংশ গ্রহন করে। খেলায় উভয় দল ১-১ গোলে সমতা করে । কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে ট্রাইবেকারের মাধ্যমে খেলাটি নিস্পত্তি করা সম্ভব হয়নি। তাই খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্তে খেলাটি স্হগিত ঘোষনা করা হয়েছে।পরবর্তি নির্দেশনা অনুযায়ী খেলাটি নিস্পত্তি করা হবে বলে জানিয়েছেন সন্মানিত অতিথিবৃন্দ ও খেলা পরিচালনা কমিটিবৃন্দ