Tuesday , April 22 2025
245912387 2387436578055915 8576769343317298755 n

ধুনটে গোসাইবাড়ী ইউনিয়নের বি এন পি এর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ধুনট বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে বি এন পি এর দ্বি বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত হয় আজ রবিবার ১৭ অক্টোবর বিকাল ৪ টায় প্রভাতি মডেল স্কুল মাঠে।

আলহাজ্ব শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জাতীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব হেলালুজ্জামান তালুকদার (লালু) সাবেক সংসদ সদস্য বগুড়া ০৭।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এ্যডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, এ কে এম তৌহিদুল আলম মামুন, ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান, কে এম খায়রুল বাসার , তাহা উদ্দিন শাহিন, শাহিন উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, আলিমুদ্দিন হারুন মন্ডল, ময়নুল হাসান মুকুল, রাশেদুজ্জামান উজ্জল, আব্দুল কাইয়ুম টগর সহ প্রমুখ ।

উপস্হিত তৃণমূল নেতাকর্মীদের সমর্থন ও উপদেষ্টা মন্ডলীর সম্মতিক্রমে আলহাজ্ব শহিদুল ইসলাম কে সভাপতি,আব্দুল কাইয়ুম টগর কে সিনিয়র সহ সভাপতি,জাহাঙ্গীর আলম কে সাধারণ সম্পাদক, হারুন অর রশিদ কে যুগ্ন সাধারণ সম্পাদক, মামুনুর রশিদ (রবিন) কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।