Sunday , June 16 2024
244949792 190021773274423 1109187888501892823 n

দ্বিতীয় ধাপে মহেশপুর ইউপি নির্বাচন নৌকার মাঝি হলেন যারা!

রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থীদের চূড়ান্ত তালিকা করা হয়।পরে দলের ধানমন্ডি কার্যালয় থেকে খুলনা বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এর মধ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন রয়েছে…

মহেশপুর উপজেলার
১নং এসবিকে ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন শামীমা সুলতানা শিউলী

২নং ফতেপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম সিরাজ

৩নং পান্তাপাড়া ইউনিয়নে ইসমাইল হোসেন

৪নং স্বরুপপুর ইউনিয়নে মিজানুর রহমান

৫নং শ্যামকুড় ইউনিয়নে আমানুল্লাহ

৬নং নেপা ইউনিয়নে সামছুল আলম মৃধা

৭নং কাজীরবেড় ইউনিয়নে বিএম সেলিম রেজা

৮নং বাঁশবাড়িয়া ইউনিয়নে নওশের আলী মল্লিক

৯নং যাদবপুর ইউনিয়নে সালাউদ্দিন

১০নং নাটিমা ইউনিয়নে আবুল কাসেম মাষ্টার

১১নং মান্দারবাড়িয়া ইউনিয়নে আমিনুর রহমান ও

১২নং আজমপুর ইউনিয়নে শাহাজান আলী।

এই উপজেলায় ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নতুন মুখ ৪জন। এদিকে তারা নৌকার মাঝি হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন বলেন,তৃণমূল জরিপের ভিত্তিতে দল উপজেলার ১২টি ইউপিতে কিছু নতুন মুখকেও (নৌকা) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন।আমি আশাবাদী মহেশপুরবাসী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবেন।

Check Also

242397081 872800903622838 6375399286821435151 n

ঝিনাইদহের কালিগঞ্জে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ

রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি কাজকর্মের চাপে যখন পিষ্ট হয়ে যাচ্ছেন, ঠিক তখনই মনোরম পরিবেশের কোনো …