বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরে খাইরুল ইসলাম সুমন (২৬) এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই ঘটনা ঘটে বুধবার রাত ১০ টার দিকে কানুছগাড়ী এলাকায়। নিহত খাইরুল রংপুর সদর উপজেলা মিস্ত্রি পাড়া এলাকার আঃ খালেকের ছেলে। তিনি শহরের সামগ্রাম এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, শহরের কানুছগাড়ী এলাকায় ইবনে সিনা ডায়াগনস্টিকের সামনের রাস্তায় দুর্বৃত্তরা খাইরুলের ওপর ছুরিকাঘাত করেন। খাইরুল পালিয়ে পাশের এ এইচ ফার্মেসীর ভেতরে আশ্রয় নেয়। পরে সেখানে থাকা লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেয়। সেখানে খাইরুল মারা যায়।
ওসি সেলিম রেজা আরো জানান, নিহত খাইরুলের দুই হাতে কবজি এবং দুই পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে।
বগুড়া জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, খাইরুল হত্যার রহস্য দ্রুত উদঘাটনে পুলিশ একাধিক টিম কাজ করবে।