Wednesday , September 11 2024
image 469076 1632562908

দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ মিঠুন

চট্টগ্রামে এইচপি দলের বিপক্ষে সাদমান ইসলাম এক ও নাজমুল হোসেন শান্ত তিন রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করার পর আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ইয়াসির আলী (৬৫*)।

শনিবার ১১৬ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির আলী। তবে অপরপ্রান্ত ধরে রেখে ব্যাট চালিয়ে যান মিঠুন। ৪৬ রানে নিয়ে শুরু করা এ ব্যাটার দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন ।

তার শতকে এইচপি দলকে ৩৬৬ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ‘এ’ দল। মিঠুনের শতকের পর ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। ২০৪ বল খেলে ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন মিঠুন।

১০৮.২ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ‘এ’ দল সংগ্রহ ৩৭১ রান। ফলে জয়ের জন্য এইচপি দলের লক্ষ্য দাঁড়াল ৩৬৬ রান।

প্রথম ইনিংসে ‘এ’ দল অলআউট হয়েছিল ২৩১ রানে। জবাবে এইচপি দল করেছিল ২৩৭ রান।

Check Also

244922535 3015052265441331 5248110038290687112 n

বাঘারপাড়ায় ভগিরৎ রাজা সৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

মেহেদী হাসান রিপন,বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি যশোরের বাঘারপাড়া উপজেলাধীন ধুপখালী ভোগেরহাট মিনি স্টেডিয়ামে ৮ দলীয় ভগিরৎ …