চট্টগ্রামে এইচপি দলের বিপক্ষে সাদমান ইসলাম এক ও নাজমুল হোসেন শান্ত তিন রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করার পর আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ইয়াসির আলী (৬৫*)।
শনিবার ১১৬ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির আলী। তবে অপরপ্রান্ত ধরে রেখে ব্যাট চালিয়ে যান মিঠুন। ৪৬ রানে নিয়ে শুরু করা এ ব্যাটার দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন ।
তার শতকে এইচপি দলকে ৩৬৬ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ‘এ’ দল। মিঠুনের শতকের পর ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। ২০৪ বল খেলে ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন মিঠুন।
১০৮.২ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ‘এ’ দল সংগ্রহ ৩৭১ রান। ফলে জয়ের জন্য এইচপি দলের লক্ষ্য দাঁড়াল ৩৬৬ রান।
প্রথম ইনিংসে ‘এ’ দল অলআউট হয়েছিল ২৩১ রানে। জবাবে এইচপি দল করেছিল ২৩৭ রান।