এস চাঙমা সত্যজিৎ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
দু’চোখের তীক্ষ্ণ দৃষ্টি চোখে চোখ রাখা খুবই কঠিন
যতদিন দেখিছিনু কলম সৈনিক হয়নি মলিন;
সদা হাস্য রসে ভরা চোখের তীক্ষ্ণ দৃষ্টি সচ্চ সৌখিন
কলম সৈনিক আমার যাদুর বাঁশি দৃষ্টিতে রঙিন।
শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা তোমার বুকের মাঝে
লুকিয়ে রয়েছে কত অনাদিকালের যুগ-যুগান্তরে
কল্প-কল্পান্তরে সৃষ্টির আদি-অন্তহীন পরিবর্তনে
পৃথ্বী গোলাকার মানুষ চক্রাকার সমস্ত চক্রুবালে।
আমার প্রিয়সী কলম সৈনিক বেদনা নাশক দৃষ্টি
কোনদিন কোনজন জানে নাই কখন হয়েছে সৃষ্টি;
সমুদ্রের তরঙ্গের মাঝে জীবন তরীতে যদি বৃষ্টি
কখন আসিবে ফিরিয়া আমার হৃদয়েরর মণি দৃষ্টি।
সাতটি রঙের রঙধনু আকাশে উঠলে চোখে পড়ে
মোবাইলে ফেসবুক খুলে দেখি শুধু ছবিতে তোমারে
স্বপ্নময় কল্পনার যন্ত্রণা নাশক ঔষুধির তরে
আমি জানিনা তোমার আলয়ে কখন ডাকিবে আমারে?
সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
ফ্রিল্যান্স সাংবাদিক, কবি ও
চাঙমা বর্ণমালা গবেষক।
রচনাকাল : সোমবার
অক্টোবর ১৮, ২০২১ খ্রি