Sunday , November 3 2024
246508880 450295723337240 7503831762290953602 n

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মানিক নিহত।

মোহাম্মদ হাসান আলী জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

আঘাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মানিক নিহত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায় নিজ মোটরসাইকেল আরোহী মানিক ঢাকা থেকে কর্মস্থল ভালুকা যাওয়ার পথে গাজীপুর জেলার টুঙি চেরাগালী পৌছাইলে বেপরোয়া ঘাতক ট্টাক মোটরসাইকেল আরোহী মানিক কে ধাক্কা দিলে মানিক গুরুতর আহত হয় , স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মানিকের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গোপালপুর গ্রামে তার পিতার নাম মজিবুর রহমান। মানিকের পারিবারিক সূত্রে জানা যায় নিজ মোটরসাইকেলের কাগজপত্র ঠিক করার জন্য ঢাকা মীরপুর বি আর টি এ তে যান সেখান থেকে কর্মস্থলে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়। আজ বুধবার ২০ /১০/২০২১ মানিকের নিজের এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।