Sunday , June 16 2024
received 296273722091202

টাঙ্গাইলে “শেখ রাসেল দিবস ” পালিত ও শেখ রাসেলের ম্যুরাল তৈরি।

মোহাম্মদ হাসান আলী জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে সারাদেশের মত আজ সোমবার ১৮ অক্টবর ২০২১টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ” শেখ রাসেল দিবস ” উদযাপন করা হয়েছে এবং শেখ রাসেলের স্মৃতি ধরে রাখার জন্য টাঙ্গাইল জেল প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউসের সামনে দৃষ্টি আনন্দ স্থানে শেখ রাসেলের ম্যুরাল তৈরি করা হয়েছে সেইসাথে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাতটায় পৌর শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শেখ রাসেল জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস ” শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরআয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান খান ফারুক, চেয়ারম্যান জেলা পরিষদ টাঙ্গাইল ও সভাপতি জেলা আওয়ামীলীগ টাঙ্গাইল, জনাব আলহাজ্ব সানোয়ার হোসেন এম পি,মাননীয় সংসদ সদস্য ১৩৪ টাঙ্গাইল ৫। জনান সন্জিত কুমার রায় পিপিএম, পুলিশ সুপার টাঙ্গাইল, এস এম সিরাজুল হক আলমগীর মেয়র টাঙ্গাইল পৌরসভা, জনাব শাহজাহান আনসারী, চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল সদর, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ সহ আরও অনেকে। এক বর্ণাট্য অনুষ্ঠানের মধ্যদিয়ে শেখ রাসেলের ম্যুরাল ফলক উন্মোচন করা হয় এবং তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।