মোহাম্মদ হাসান আলী
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল যমুনা সেতু পূর্ব সংযোগ সড়কের ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এতে ২ জন নিহত ও তিন জন গুরুতর আহত হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানায় উপবঙ্গ থেকে ছেড়ে আসা একটি যাত্রী বাহী বাস জেলার কালিহাতি উপজেলার ধলাটেংগর এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান ও পার্শ রাস্তা থেকে আসা একটি ট্রাক এসে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আহতদের মধ্যে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অপর এক ব্যক্তির মৃত্যু হয়। টাঙ্গাইল ফায়ারসার্ভিস কর্মকর্তা রেজাউল করিম জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। আইনি প্রকৃয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।