Wednesday , February 12 2025
received 464814541553272

টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রণ হাড়িয়ে ট্রাক ‘ খাবার হোটেলে’ আহত ২

মোহাম্মদ হাসান আলী জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলার ঘাটাইল থানার ঘাটাইল পুরাতন বাস স্ট্যান্ডে আজ সোমবার ১৮ ই অক্টোবর ২০২১, ভোর রাত সারে চারটার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে তাজমহল হোটেলের দেওয়াল ভেঙ্গে সরাসরি খাবার হোটেলের ভিতরে ঢুকেপরে এতে ট্রাক চালক ও হেলপার গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শিরা জানায় ঢাকা থেকে ছেরে আসা একটি মালবাহী ট্রাক ময়মেনসিংহর দিকে যাচ্ছিল ঘাটাইল পুরাতন বাস স্ট্যান্ডের নিকট আসলে হঠাত নিয়ন্ত্রণ হাড়িয়ে তাজমহল হোটেলের দেওয়াল ভেঙ্গে সরাসরি খাবার হোটেলের ভিতরে ঢুকে পরে এতে ট্রাকচালক ও হেলপার ট্রাকের সামনে আটকে পরে, স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ারসার্ভিসের লোকজন এসে ট্রাকের সামনের অংশ কেটে চালক ও হেলপার কে উদ্ধার করে ঘাটাইল সদর হাসপাতালে ভর্তি করা হয় তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসাপাতালে পাঠান হয়েছেে।