Saturday , August 13 2022

টাঙ্গাইলের ঘাঁটাইলে যাত্রীবাহী বাস খাদে নিহত ১, আহত ২০ !!!

মোহাম্মদ হাসান আলী জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলার ঘাটাইল উপজেলার গুনগ্রাম এলাকায় একটি যাত্রী বাস খাদে পরেগেলে একজন নিহত হয় এবং বিশজন গুরুতর আহত হয়।

স্থানীয়, পুলিশ ও ফায়ারসার্ভিসের সূত্রে জানা যায় টাঙ্গাইল থেকে ছেরে আসা প্রান্তিক বাস সার্বিসের একটা যাত্রীবাহী বাস টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের গুনগ্রাম ব্রিজের নিকট আসলে চালকের অসাবধানতার কারনে বাসটি বিশ ফুট নিচে খাদে পড়ে যায় এগে স্নেহালতা (৯৫) নামের এক বৃদ্ধা নিহত হয় এবং আটও বিশজন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে ঘাটাইল সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.