Thursday , September 12 2024
received 369300621657814

ঝিনাইদহ জেলা শিশু একাডেমির আয়োজনে পবিত্র ঈদে- মিলাদুন্নবী পালন

রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি

আজ ১২ রবিউল আওয়াল বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) শুভ জন্মদিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী। মুসলিম জাহানের কাছে এই দিনটি গভীর তাৎপর্যপূর্ণ ও আনন্দের একটি দিন। কারণ মহান আল্লাহ তালা প্রিয় নবীকে ইসলাম ধর্মের সুদৃঢ় ভিত্তি রচনার জন্য মুসলমানদের কাছে উপহার হিসাবে তাকে প্রেরণ করেছিলেন। হযরত মুহাম্মদ (সঃ) হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানব মুক্তির দূত। তার হাতেই মহান আল্লাহ পাক পবিত্র ধর্মগ্রন্ত কুরআন নাজিল করেছিলেন মুসলমানদের জন্য। বাংলাদেশ সরকারের উদ্যোগে এবার সারাদেশে জাতীয় ভাবে পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী পালিত হচ্ছে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে। সারা দেশের ন্যায় ঝিনাইদহে ও নানা কর্মসূচীর মাধ্যমে ঈদে-মিলাদুন্নবী পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা শিশু একাডেমির আয়োজনে পবিত্র ঈদে- মিলাদুন্নবী (সঃ) ২০২১ উপলক্ষে হাম/ নাত,রচনা প্রতিযোগিতা,আলোচনা,পুরস্কার বিতরণ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়াও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইদহ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ আইয়ুব হোসেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারির মধ্যে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Check Also

242397081 872800903622838 6375399286821435151 n

ঝিনাইদহের কালিগঞ্জে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ

রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি কাজকর্মের চাপে যখন পিষ্ট হয়ে যাচ্ছেন, ঠিক তখনই মনোরম পরিবেশের কোনো …