Wednesday , February 12 2025
251265364 1226803404467162 8988092621431313773 n

ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপাসহ একজন আটক

রাসেল ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলংকারসহ ১জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সকালে সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়। জব্দ করা হয় একটি ইজিবাইক।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসানো হয়। সন্দেহ হলে একটি ইজিবাইকের গতিরোধ করে পুলিশ সদস্যরা। সেসময় ইজিবাইক চালক চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকার সুমন হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি রূপার অংলকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

Check Also

PicsArt 10 16 08.31.52 scaled

বাঘারপাড়ায় বিজয়া দশমী পূজার মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

মেহেদী হাসান রিপন, বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি যশোরের বাঘারপাড়ায় বিজয়া দশমী পূজার মধ্য দিয়ে শেষ হয়েছে …