Sunday , October 6 2024
244314469 4604697806274417 3523126506145069632 n

ঝিনাইদহের আদালতের মালখানায় বিস্ফোরণ, ১ শ্রমিক নিহত আহত ৩.

রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহ আদালতে মালখানায় ওয়েল্ডিং মেশিন বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, ঘটনার পর ওই ভবনসহ আশেপাশে এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া আর বিকট শব্দে সেখানে থাকা মানুষ আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন।

দুর্ঘটনাকবলিত ভবনের ঠিক ওপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ঘটনাস্থলে ডিউটিতে থাকা পুলিশ সদস্য রিয়াজ জানান, অনুপম নামের এক পুলিশ সদস্য ঘটনাস্থলের পাশে পানি খাচ্ছিলেন। এসময় বিকট শব্দে ভেতরে বিস্ফোরণ হয়। এসময় জানালার কাচ ভেঙে ছুটে এসে অনুপমের মুখে ও বুকে আঘাত লাগে। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন জানান, চারজন মিস্ত্রি আদালতের মালখানায় কাজ করছিলেন। এসময় ওয়েল্ডিং মেশিন বিস্ফোরিত হয়। এতে এক শ্রমিকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শামিমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। এরপর সেখান থেকে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। তবে কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ওই ভবনে সকাল থেকে ওয়েল্ডিং এর কাজ চলছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ একটি মেশিন বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চার মিস্ত্রি আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Check Also

242397081 872800903622838 6375399286821435151 n

ঝিনাইদহের কালিগঞ্জে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ

রাসেল ঝিনাইদহ জেলা প্রতিনিধি কাজকর্মের চাপে যখন পিষ্ট হয়ে যাচ্ছেন, ঠিক তখনই মনোরম পরিবেশের কোনো …