সামিউল ইসলাম জামালপুর জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে জামালপুরে গ্রামীন নারীদের অংশগ্রহনে সম্মাননা প্রদান করা হয়েছে ।
শনিবার (১৬ অক্টোবর) বেলা ২ টা সময় ‘সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র’ জামালপুর এর মিটিং হল রুমে -“করোনায় বাল্যবিয়ের আশংকাজনক হার বৃদ্ধি- প্রয়োজন কঠোর সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপ”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতীক গ্রামীণ নারী দিবস উপলক্ষে সমাবেশ অণুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, জামালপুর জেলা কমিটির সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ণ ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)
সভায় আরো উপস্থিত ছিলেন-নির্বাহী পরিচালক এসডিও মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, জামালপুরের অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান।আলোকিত সমাজ মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি- জান্নাতুল মাওয়া,।
উল্লেখ্য নারী সমাবেশে পাঁচ জন গ্রামীণ নারীকে সম্মাননা প্রদান করা হয়।
dainikalorpotrika.com Latest Jobs News in Bangladesh.