Thursday , September 12 2024
242831208 1035923673875457 6936457306669144383 n

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- উপলক্ষ্যে গোলটেবিল বৈঠক

মোঃ ছামিউল ইসলাম জামালপুর প্রতিনিধি

তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার; তথ্যই শক্তি, তথ্যই মুক্তি এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস -২০২১ পালিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও দি এশিয়া ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সহযোগিতায় জামালপুর জেলা কমিটির আয়োজনে শহরের বকুলতলাস্থ জামালপুর পাবলিক লাইব্রেরীতে মঙ্গলবার সন্ধ্যায় এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) জামালপুর জেলা কমিটির সভাপতি মোঃ তারিকুল ফেরদৌস এর সভাপতিত্বে এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হুসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সদস্য সচিব মীর আব্দুস সালাম জাহাঙ্গীর, জামালপুর থেকে প্রকাশিত মাসিক শুভ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সা আদাত উল করিম, সমকাল সুহৃদ সমাবেশ জামালপুরের সভাপতি মোঃ জাহিদুল আলম সোহেল, দ্বীপ্ত টেলিভিশনের জামালপুর প্রতিনিধি তানভীর আহমেদ হীরা, সুজন ময়মনসিংহ জেলার সদস্য মোঃ রেজাউল করিম প্রমুখ। বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরেন।

Check Also

242132804 4300051163382190 9129261019320802744 n

গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি সরকারের সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছাতে …